কুড়িগ্রামে চর রাজিবপুরে বালু বহনের অবৈধ ট্রাক্টর যাকে বলে কাকঁরা গাড়ি থেকে পড়ে গিয়ে আমজাদ হোসেন (২৩) নামের ওই গাড়ির এক হেলপারের মৃত্যু ঘটেছে। নিহত আমজাদ উপজেলার টাঙ্গালিয়া পাড়া গ্রামের মরহুম ছফর আলীর ছেলে। সোমবার দুপুরে দিকে এ দুর্ঘটনাটি ঘটে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের ফাটকপাড়া এলাকায়।
স্থানীয়রা জানান,ট্রাক্টর চালক বেপরোয়াভাবে গাড়ি চালানোর সময় হেলপার গাড়িব উপর থেকে দ্রুত ছিটকে পড়ে যায়। এসময় দ্রুত উপস্থিত এলাকাবাসী তাকে উদ্ধার করে রাজিবপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম দূর্ঘটনার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম