লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ১,৫৪৫ কেজি সরকারি ভিজিএফ চাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলার দুটি স্থানে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। পরে সন্ধ্যায় তুষভান্ডার ইউনিয়ন পরিষদের গোডাউনে চালগুলো সংরক্ষণ করা হয়।
জানা গেছে, সরকার ১০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেয় দরিদ্র মানুষের জন্য। তুষভান্ডার ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আরজিনা বেগমের মাধ্যমে এই চাল বিতরণের কথা ছিল।
তবে আরজিনা বেগম দাবি করেন- জব্দকৃত চালের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, আমার বরাদ্দের চাল সঠিকভাবে বিতরণ করেছি। স্লিপধারীদের কেউ কেউ অনুপস্থিত থাকায় অবশিষ্ট ১২ বস্তা চাল বিতরণ স্থলে রেখে আসি।
তুষভান্ডার ইউনিয়নে চাল বিতরণের ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার সুকান্ত সরকার জানান, প্রথমে তুষভান্ডার সরকারি রমনীমোহন বালক উচ্চ বিদ্যালয় চত্বরে ২৭০ কেজি চাল জব্দ করা হয়।
তিনি আরও জানান, পরে কালীগঞ্জ বাজারের মেসার্স এ. আর. এস ট্রেডার্সের মালিক মো. আবু সায়েমের গোডাউনে অভিযান চালিয়ে আরও ১,২৭৫ কেজি সরকারি চাল জব্দ করা হয়। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ