কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসচাপায় সারোয়ার হোসেন (১৫) নামে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন দুইজন।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ-গাজীপুর আঞ্চলিক মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার মরুড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত সারোয়ার হোসেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। আহতরা হলেন-একই এলাকার মালেক মিয়ার ছেলে আশ্রফ আলী (২০) ও মারুফ রহমানের মেয়ে জেবিন (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকা থেকে বাড়িতে ফিরছিলেন তারা। সকাল সাড়ে ৮টার দিকে পাকুন্দিয়ার মরুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সারোয়ার হোসেন নিহত ও দুইজন আহত হন। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
এলাকাবাসী আহতদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক সুজায়েত জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/নাজিম