গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
আজ শুক্রবার বিকাল ৩টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঢোলভাঙার দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে লিয়াকত (১৮), ওয়াদুদ মিয়ার ছেলে ইউনুছ (২০) ও নছুর উদ্দিনের ছেলে অটোরিকশাচালক গনি মিয়া (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে আসা রিতু পরিবহনের একটি যাত্রীবাহি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে উপজেলার ঢোলভাঙার দোকানঘর এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা পলাশবাড়ীগামী একটি অটোরিকশাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ তিনজন নিহত হন। এতে আহত হন আরও দুজন। আহতদের উদ্ধার করে পালশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। আহতরা চিকিৎসাধীন। চালকসহ হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন।
বিডি প্রতিদিন/নাজমুল