ভোলার মেঘনা নদী থেকে ৬২ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা। আজ দুপুরে মেঘনার মাঝে নদীতে ইঞ্জিন বিকল হয়ে পড়ে ভাসতে থাকে একটি যাত্রীবাহী ট্রলার। পরে খবর পেয়ে যাত্রীদেরকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানান, শুক্রবার সকাল ১০টায় ভোলার সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট সংলগ্ন মাঝের চর এলাকায় লক্ষ্মীপুর হতে ভোলার ইলিশা লঞ্চঘাটে যাওয়ার পথে একটি ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাত্রীসহ নদীতে ভাসতে থাকে। এসময় ট্রলারে থাকা একজন যাত্রী কোস্টগার্ডকে অবগত করে। খবর পেয়ে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী দল অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ৬০ জন যাত্রী ও ২ জন মাঝিসহ সর্বমোট ৬২ জনকে উদ্ধার করে নিরাপদে ইলিশা লঞ্চঘাটে পৌঁছে দেয়।
উল্লেখ্য, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ট্রলারে যাত্রী পারাপার করছে।
বিডি প্রতিদিন/নাজমুল