জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণে রাজবাড়ীতে ‘এক শহীদ, এক বৃক্ষ কর্মসূচি’ পালন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের শ্রীপুরে নবনির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, জেলা বন অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষরোপণের সময় শহীদ আব্দুল গণির স্মৃতি স্মরণে পলাশ গাছ, শহীদ সাগর আহমেদের স্মৃতি স্মরণে নিম গাছ ও শহীদ মো. কুরমান শেখের স্মৃতি স্মরণে একটি কাঠবাদাম গাছ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। রাজবাড়ী সদর উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জেম হাফেজ মাওলানা মো. আব্দুল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
বৃক্ষরোপণ শেষে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জুলাই-আগস্ট মাসজুড়ে আমরা সরকারি নির্ধারিত পুনর্জাগরণ অনুষ্ঠানগুলো করে আসছি। আজকে ‘এক শহীদ, এক বৃক্ষ’ কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষরোপণ করা হয়েছে।
এ সময় শহীদ সাগরের পিতা তোফাজ্জেল হোসেন, শহীদ গণির স্ত্রী লাকি আক্তার ও শহীদ কুরমানের মেয়ে মিতু আক্তার আবেগপ্রবণ হয়ে পড়েন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে জেলার প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, রাজবাড়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব মো. রাশেদুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল