গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্ট মিক্সার গাড়ির চাপায় ওষুধ ব্যবসায়ী রুদ্র সরকার (২৫) নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কালিয়াকৈরের ফুলবাড়ীয়া-মাওনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুদ্র সরকার কালিয়াকৈর উপজেলার পালপাড়া গ্রামের বাসিন্দা রাঁধে সরকারের ছেলে। তিনি পেশায় একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান ফার্মেসি থেকে সকালের নাস্তা খেতে বের হন রুদ্র। ফুলবাড়ীয়া-মাওনা সড়কের চাপার সেতুর দক্ষিণ পাশে সড়ক পার হওয়ার সময় সিমেন্ট মিক্সার গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ওই ঘটনায় চালককে গাড়িসহ আটক করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এএম