ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জুলাই-আগস্টে শহীদকে স্মরণীয় করে রাখতে বৃক্ষরোপণ করেছে উপজেলা প্রশাসন। শনিবার দুপুরে কসবা মহিলা ডিগ্রি কলেজ মাঠে একাডেমিক ভবনের সামনে উপজেলার একমাত্র শহীদ জুবায়ের ওমর খানের স্মরণে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম। উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি করে বৃক্ষরোপণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কসবা মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ তসলিম মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. জায়েদ হোসেন, উপজেলা বন কর্মকর্তা মো. বাছির আহাম্মদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, কসবা পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলী, কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা ইসলামী আন্দোলন সভাপতি মুফতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ ও উপজেলা গণ অধিকার পরিষদ সভাপতি মাওলানা হিজবুল্লাহ হেলালি প্রমুখ। এ সময় বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-সাংবাদিক ও গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে সরকার পতনের গণঅভ্যুত্থান শুরু হলে ওই আন্দোলনে অংশগ্রহণ করেন জুবায়ের ওমর খান। আন্দোলনের শেষ দিনে ৫ আগস্ট ঢাকায় সরকার পতনের দিন সকালের দিকে গুলিবিদ্ধ হয় জুবায়ের। গুলিবিদ্ধ হওয়ার পর মারা যায় সে। কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের খান বাড়ির সন্তান জুবায়ের ওমর খান। তার পিতার নাম এডভোকেট জাহাঙ্গীর আলম খান।
বিডিপ্রতিদিন/কবিরুল