ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৪ কোটি টাকা মূল্যের অবৈধ জাল ও নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার ( ১৯ জুলাই) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, শুক্রবার সকাল ৮ টা হতে রাত ৮ টা পর্যন্ত কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে এক যৌথ টিম চরফ্যাশন বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়েছে। এ সময় ১০টি গুদাম তল্লাশি করে প্রায় ১৪ কোটি ৫২ লক্ষ টাকা মূল্যের ৫ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল, ৫ লক্ষ মিটার চরঘেরা জাল, ১ লক্ষ মিটার মশারি জাল, ৩ হাজার পিস চায়না দুয়ারি জাল, ৪ পিস বেহুন্দি জাল এবং ২০ হাজার কেজি পলিথিন জব্দ করা হয়।
পরবর্তীতে জব্দকৃত জাল উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয় এবং নিষিদ্ধ পলিথিন ভোলা পরিবেশ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এএম