মাদকমুক্ত সমাজ গড়তে হলে কেবল সামাজিক সচেতনতাই যথেষ্ট নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে ‘না’ বলতে শিখতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা বোঝাতে হবে এবং মাদকাসক্তদের চিকিৎসার মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনতে হবে।
শনিবার বরিশাল নগরীর পুলিশ লাইন্স রোডের একটি রেস্টুরেন্টে 'মাদকাসক্তি প্রতিরোধে চিকিৎসার প্রয়োজনীয়তা ও আমাদের করণীয়' শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন বক্তারা।
বৈঠকের আয়োজন করে দি নিউ লাইফ ও জাগো নারী।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, ভালো মানের চিকিৎসা ও সহায়ক পরিবেশে মাদকাসক্তরা স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। তবে শুধু চিকিৎসা নয়, দীর্ঘস্থায়ী সুস্থতার জন্য পরিবার ও সমাজকে দায়িত্ব নিতে হবে।
দি নিউ লাইফের পরিচালক মর্তুজা জুয়েলের সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সিনিয়র সাংবাদিক ও সাহিত্যিক অরুপ তালুকদার, নাট্যকার সৈয়দ দুলাল, সাংবাদিক এম এম আমজাদ হোসেন, মুরাদ আহমেদ, আকতার ফারুক শাহিন, সাইফুর রহমান মিরন, এম জসীম উদ্দীন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ, সহসভাপতি জাকির হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, জেলা লিগ্যাল এইডের অ্যাডভোকেট সুফিয়া আক্তার এবং উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল।
বক্তারা আরও বলেন, আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অনেক মাদকাসক্ত ব্যক্তি সুস্থ হয়ে সমাজের মূলধারায় ফিরছেন। বরিশালে 'দি নিউ লাইফ'-সহ কয়েকটি প্রতিষ্ঠান ভালো মানের সেবা দিচ্ছে, যেখানে কাউন্সেলিং, খেলাধুলা ও সামাজিক কার্যক্রমের মাধ্যমে তাদের সমাজে পুনঃস্থাপনের কাজ হচ্ছে।
তবে মনে রাখতে হবে—চিকিৎসা নিয়ে কেউ ঘরে ফিরে গেলেই দায়িত্ব শেষ নয়। পরিবার ও সমাজের দায়িত্ব হলো—তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব রাখা, অবজ্ঞা না করা এবং উৎসাহ দিয়ে স্বাভাবিকভাবে সামাজিক জীবনযাপন নিশ্চিত করা।
বক্তারা অভিভাবকদের প্রতি আহ্বান জানান—সন্তানদের প্রতি খেয়াল রাখুন, সময় দিন এবং খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করুন। যাতে তারা কোন ধরণের অপপ্রচারে বা মানসিক চাপে পড়ে মাদকের মতো ভয়াল পথে না যায়।
বিডি প্রতিদিন/আশিক