জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ স্মরণে বরিশালের গৌরনদী উপজেলায় শহীদ যুবদল ও ছাত্রদল নেতাদের সমাধিস্থলে ‘এক শহীদ, এক গাছ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে হোসনাবাদ গ্রামের শহীদ যুবদল কর্মী জামাল সিকদারের সমাধিস্থলে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপমা ফারিসা।
পরে কালনা গ্রামের পারিবারিক কবরস্থানে শহীদ যুবদল কর্মী ইমরান এবং পশ্চিম শাওড়া গ্রামের শহীদ ছাত্রদল নেতা ইলিয়াস খানের সমাধিস্থলে গাছের চারা রোপণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি, উপজেলা বন কর্মকর্তা নজরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মোর্শেদ হাসান এবং শহীদ পরিবারের সদস্যরা।
শহীদদের স্মরণে রোপিত এসব বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য গণতান্ত্রিক আন্দোলনের সাক্ষ্য হয়ে থাকবে বলে মন্তব্য করেন কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/আশিক