সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশালীন কটুক্তি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বগুড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকে জেলার প্রতিটি উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে আলতাফুন্নেছা খেলা মাঠে জড়ো হয়। এতে লাখো মানুষের ঢল নামে। বেলা ১২টায় বিশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন। এসময় জেলা বিএনপি নেতা এম আর ইসলাম স্বাধীন, আহসানুল তৈয়ব জাকির, মাফতুন আহম্মেদ খান রুবেল, শেখ তাহাউদ্দিন নাইন, সহিদ উন-নবী সালাম, কে এম খায়রুল বাশার, শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, সদস্য সচিব এনামুল হক সুমনসহ জেলা শ্রমিক দল, মৎস্যজীবী দল ও ১২টি উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। আজ তাকে নিয়েও মিথ্যা অপপ্রচার ও ছবি অবমাননা করা হচ্ছে। বিগত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আজ তাকে নিয়েও অনেক অপপ্রচার ও কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। আগামীতে কোনো অপপ্রচার ও ষড়যন্ত্র সহ্য করা হবে না। একটি মহল নির্বাচন নিয়ে নতুন করে চক্রান্ত শুরু করেছে। আমরা সবাই মিলে ফ্যাসিবাদী হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। সেই আন্দোলনে জনগণসহ সব দল অংশ নিয়েছিল।
তারা আরও বলেন, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, যারা দেশের শান্তিপূর্ণ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের দাঁতভাঙা জবাব দেবে বিএনপি। তারা দেশের নির্বাচন বানচাল করতে চায়, মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায়। এরপর শহীদ জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার, কটুক্তি করলে বিএনপি ঘরে বসে থাকবে না।
বিডিপ্রতিদিন/কবিরুল