বাগেরহাটের ৯ জুলাই শহীদদের স্মরণে জেলা প্রশাসন ও সুন্দরবন পূর্ব বিভাগ যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। শনিবার সকালে শহরের সার্কিট হাউস চত্বরে এই কর্মসূচি আয়োজিত হয়।
১৯৮৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ বাগেরহাটের নয় তরুণ—আলমগীর মোল্লা, আলিফ আহমেদ সিয়াম, মাহফুজুর রহমান, নুরু বেপারি, মো. ছাব্বির ইসলাম সাকিব, জসিম ফকির, শাহরিয়ার হাসান আলভী, বিপ্লব শেখ ও শাহিন হাওলাদার—এর সম্মানে বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, শহীদ আলমগীর মোল্লার ছেলে সাগর মোল্লা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা শেখ বাদশা, শেখ সামিউল আহমেদসহ শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আশিক