কুমিল্লার চৌদ্দগ্রামে এনজিও ও স্থানীয়দের কাছ থেকে নেওয়া ১৫ লাখ টাকার ঋণের চাপে কীটনাশকপান করে আত্মহত্যা করেছেন আমির হোসেন (৪৫) নামের এক ব্যক্তি। তিনি উপজেলার কাশিনগর ইউনিয়নের হিলালনগর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে।
শনিবার দুপুরে কীটনাশক পান করার পর আমির হোসেনকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মাসুদ সাংবাদিকদের জানান, তার বাবা তিনটি এনজিও এবং কিছু স্থানীয় ব্যক্তির কাছ থেকে মোট ১৫ লাখ টাকা ঋণ নিয়েছিলেন। সময়মতো টাকা পরিশোধ করতে না পারায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। অতিরিক্ত চাপে পড়ে তিনি দুপুরে ঘরে থাকা কৃষিকাজের কীটনাশক পান করেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে।”
ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন থানার উপপরিদর্শক (এসআই) আরেফিন সালেহিন। তিনি জানান, “প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, প্রচণ্ড ঋণচাপে হতাশ হয়ে আমির হোসেন আত্মহত্যা করেছেন।”
পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
বিডি প্রতিদিন/আশিক