সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্যের টাইগার ভ্যারানী এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে হরিণ শিকারের বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে বন বিভাগ। শনিবার (১৯ জুলাই) সকালে চালানো এ অভিযানে ৮ হাজার ফুট নাইলনের মালা ফাঁদ, বিপুল পরিমাণ বরফ, দাঁড়িপল্লা, ছুরি ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
কটকা অভয়ারণ্যের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন—একটি শিকারি দল বড় ধরণের প্রস্তুতি নিয়ে অভয়ারণ্যে প্রবেশ করেছে। সে অনুযায়ী কৌশলে অভিযান চালানো হয়। অভিযানের সময় ট্রলারে অবস্থান নেওয়া ৫ থেকে ৬ জন শিকারি বন বিভাগের উপস্থিতি টের পেয়ে গহীন বনে পালিয়ে যায়, ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, জব্দ করা মালা ফাঁদের পরিমাণ ৮০ কেজি, যার প্রতিটি কেজিতে ১০০ ফুট ফাঁদ ছিল। সাম্প্রতিক সময়ে বন বিভাগ যতগুলো অভিযান চালিয়েছে, তার মধ্যে এককালীন উদ্ধারে এটি সর্বোচ্চ বলে উল্লেখ করেন তিনি।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব বলেন, “শিকারিদের পরিকল্পনা ছিল বড় পরিসরে। এই ফাঁদে বহু হরিণ মারা যেত। আমাদের গোয়েন্দা নজরদারি এবং তাৎক্ষণিক অভিযান চালানোর ফলে বড় ধরনের ক্ষতি থেকে সুন্দরবন রক্ষা পেয়েছে।”
তিনি আরও জানান, পলাতক শিকারিদের ধরতে অভিযান চলছে এবং ভবিষ্যতে এই ধরনের অপরাধ ঠেকাতে তৎপরতা আরও জোরদার করা হবে।
বিডি প্রতিদিন/আশিক