মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় রবিবার সকালে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ চেকপোস্টে তল্লাশির সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিশোর গ্যাংয়ের দুই সদস্য। পরে ধাওয়া করে তাদের গ্রেফতার করা হয়। তারা শাকিল হত্যা মামলার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকার আল মামুন হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদার (১৮), এবং একই এলাকার আরিফ হাওলাদারের ছেলে
তানজিম হাওলাদার (১৬)।
পুলিশ জানায়, রাব্বি শাকিল হত্যা মামলার সরাসরি আসামি। তানজিমের পিতা আরিফ হাওলাদারও একই মামলার অভিযুক্ত। দু’জনই কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য।
এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে, যা সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হতে পারত বলে ধারণা করা হচ্ছে।
মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দ্রুত আদালতে পাঠানো হবে।