খাগড়াছড়িতে জেলা বিএনপির উদ্যোগে শহীদ জুলাই স্মরণে ফলজ বনজসহ বিভিন্ন নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। রবিবার সকাল ১১টায় কলাবাগান এলাকায় সাবেক সাংসদ জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে কলাবাগান এলাকার জেলা বিএনপি এসব চারা এলাকাবাসীদের হাতে তুলে দেন।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, আব্দুর রউফ রাজা, জেলা মহিলা দলের সভাপতি কোহেলী দেওয়ান, তাছলিমা সিরাজ সহ সিনিয়র নেতৃবৃন্দরা ছিলেন। পরে খাগড়াছড়ি পৌরশহরের বিভিন্ন সড়কে বিএনপির পক্ষ থেকে বৃক্ষ রোপণ করা হয়।
বিডি প্রতিদিন/এএ