লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরের পানিতে পড়ে রাফসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার বড়খাতা ইউনিয়নের পশ্চিম সারডুবি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত রাফসান ওই এলাকার আলমগীর হোসেনের ছেলে।
জানা গেছে, বাড়ির পাশেই খেলতেছিলো রাফসান। খেলতে খেলতে এক পর্যায়ে পাশেই থাকা পুকুরে পরে যায় সে। এমতাবস্থায় পরিবারের লোকজন তাকে খোঁজা খুঁজি করে না পেলে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক শিশুর মৃত্যুর বিষয়টা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম