খাগড়াছড়িতে শহীদ জুলাই যোদ্ধাদের স্মরণে গ্রাফিক্স অংকন করেছে। ৯টি উপজেলার ৫৪ জন শিক্ষার্থী বিপ্লবী যোদ্ধাদের নানা চিত্র দেওয়াল গ্রাফিক্সের মাধ্যমে তারা তুলে ধরেন। খাগড়াছড়ি সরকারি স্কুলের দেওয়াল শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এসব গ্রাফিক্স অঙ্কন করে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি শিক্ষা রোমানা আক্তার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলমসহ বিভিন্ন স্কুল-কলেজের প্রধানগণ এসব বিপ্লবী অঙ্কিত গ্রাফিক্সগুলো ঘুরে ঘুরে দেখেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হবে ।
বিডি প্রতিদিন/এএ