গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ জুলাই) বিকালে উপজেলার হরিপুর ইউনিয়নের চর চরিতাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৬০-৬৫ বছর হবে জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জনান, রবিবার বিকালে মরদেহটি তিস্তা নদীর তীরে ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়। চেয়ারম্যান পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহটি তিস্তা নদীর উজান থেকে ভেসে এসেছে। তার নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদী পারাপারের সময় নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএ