ঝিনাইদহের কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড সংলগ্ন লস্কার টাওয়ারে মোবাইলের দোকানে চুরি হয়েছে। সকাল ৫টা ৪৬ মিনিটের সময় মার্কেটটির নিচতলায় অবস্থিত দোকানে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ এবং কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এর আগেও সকালের দিকে একই স্টাইলে মোবাইলের দোকানে চুরি সংগঠিত হয়েছে বলে জানা গেছে।
এ দিকে লস্কর টাওয়ারে নৈশপ্রহরী থাকা সত্তেও সকাল বেলা দোকানে চুরি সংগঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নানা রহস্যের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ফাতেমা টেলিকম এন্ড আমাদের সিটি নামক মোবাইল দোকানের স্বত্বাধিকারী সুমন আহমদ জানান, সকালে মার্কেটের এক দোকানদার আমাকে ফোনে জানাই মার্কেটের প্রধান গেট এবং আপনার দোকানের তালা খোলা। এ সংবাদ পেয়ে দ্রুত দোকানে ছুটে এসে দেখি, প্রধান গেটের তালা কাটা, আমার দোকানের লক ভাঙতে পারেনি। তালা কেটে শাবল দিয়ে শাটার উঁচু করে চোরেরা দোকানের ভিতরে প্রবেশ করে। গ্লাস ভেঙ্গে স্মার্ট মোবাইল ফোন, নগদ টাকা এবং নগদ, বিকাশ ও রকেটে টাকা থাকা ফোনও নিয়ে গেছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সাথে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম