খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়িতে প্রাণ বাঁচাতে ইজিবাইক থেকে লাফ দিয়ে জীবন ত্রিপুরা (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় উপজেলা থেকে বাসায় ফেরার পথে কমলছড়ির থানা চন্দ্র এলাকায় সড়কের বিপরীত দিক থেকে আসা আরেকটি ইজিবাইককে আসতে দেখে মুখোমুখি সংঘর্ষের ভয়ে লাফ দেন জীবন। এতে রাস্তার পাশে থাকা দেয়ালে লেগে মাথায় আঘাত পান। তার সঙ্গে থাকা যাত্রীরা তাৎক্ষণিক খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্বত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবন কমলছড়ি ইউনিয়নের বিহারী ত্রিপুরার ছেলে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, গাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মূলত ভয়ে লাফ দিয়ে জীবন বাঁচাতে গিয়ে দুর্ঘটনার স্বীকার হয়ে মারা যান ওই যুবক।
বিডি প্রতিদিন/কেএ