বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৪ হাজার হেক্টর জমির রোপা আমন ধান, সরিষা, পেঁয়াজ, মাসকলাই এবং শীতকালীন সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শহরের কয়েকটি এলাকা হাঁটু পানির নিচে তলিয়ে যায়, সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়িতেও পানি ঢুকে পড়ে। হঠাৎ বৃষ্টিতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারের সহায়তা দাবি করেছেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী জানান, জেলায় ১৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হওয়ায় কৃষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছেন- এবার ধান, আলু, সরিষা, মাসকলাই, শাকসবজি, ভুট্টা, স্ট্রবেরি ও রসুনের ক্ষেত ডুবে গেছে। এর ফলে ভবিষ্যতে নিত্যপণ্যের দামও বাড়তে পারে। তাই পরিস্থিতি বিবেচনায় সরকারের কার্যকর উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ