বগুড়ার গাবতলীতে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. আতাউর রহমান সেলিম (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত আতাউর রহমান সেলিম কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রসাদের চর গ্রামের বাসিন্দা। আহতকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা গেছে, আতাউর রহমান গাবতলী উপজেলার ছোট ইটালী গ্রামে মো. মুক্তার হোসেনের বাড়িতে অবস্থান করছিলেন। মুক্তার স্থানীয় এক মেম্বারের ভাতিজা। বাড়ির ভেতরে বিস্ফোরক তৈরির সময় এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই মুক্তার হোসেনসহ আরও দুই থেকে তিনজন সহযোগী পালিয়ে যান। বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম জানান, ‘ঘটনাস্থল থেকে বিস্ফোরকের আলামত উদ্ধার করা হয়েছে। একই সাথে বিস্ফোরক তৈরির ঘরটি সিলগালা করে দেওয়া হয়েছে। ঘটনার সময় পালিয়ে যাওয়া বাকি দুজনকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ককটেল তৈরির উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’
বিডি-প্রতিদিন/জামশেদ