খাগড়াছড়িতে বিএনপির ৩১ দফার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জেলা বিএনপি, মহিলা দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিদিন জেলার নয়টি উপজেলার ওয়ার্ড, গ্রাম ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা কার্যক্রম পরিচালনা করছে তারা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফার লিফলেট বিতরণের পাশাপাশি ধানের শীষে ভোট চাওয়ার প্রচারণা জোরদার করা হয়েছে। জেলার প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত ধারাবাহিকভাবে এ কার্যক্রম চলছে।
তিনি আরও জানান, এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, অ্যাডভোকেট মিন্টু, মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ান, সাংগঠনিক সম্পাদক সীমা সিরাজ, যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নিচ্ছেন।
প্রচারণার অংশ হিসেবে খাগড়াছড়ি বাজার, পানখাইয়া পাড়া, স্বনির্ভর, শান্তিনগর, গোলাবাড়ি, শব্দ মিয়া পাড়া, মুসলিমপাড়া, কোমলছড়ি ও আপার পেরাছড়াসহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীরা লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন।
বিডি-প্রতিদিন/জামশেদ