দিনাজপুরের ফুলবাড়ীতে বিদ্যুতের প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ ও সংশ্লিষ্ট প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় গ্রাহকরা।
রবিবার বেলা ১১টায় পৌর শহরের নিমতলা মোড়ে আয়োজিত ওই মানববন্ধনে শতশত গ্রাহক ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবাদের স্মারকলিপি দেন।
সমাবেশে বক্তব্য রাখেন— ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক ফুলবাড়ী বার্তা সম্পাদক তাজমিলুর রহমান নয়ন, জাতীয় নাগরিক পার্টি দিনাজপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াবুর রহমান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রমুখ।
বক্তারা বিদ্যুতের এ ধরনের প্রিপেইড মিটার প্রকল্প সাধারণ গ্রাহকদের স্বার্থবিরোধী; আগের সরকারের সময় প্রণীত প্রকল্পটি মূলত লুটপাট ও অনিয়মের পথ প্রশস্ত করেছে বলে অভিযোগ করেন।
তারা জানান, ২০১৭ সালে গ্রহণ করা এ প্রকল্প বাতিল করা না হলে এবং ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন অব্যাহত রাখা হলে তারা লাগাতার ও কঠোর আন্দোলনে যাবেন।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাবেন বলে হুঁশিয়ারি দেন।
বিডি-প্রতিদিন/সুজন