স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে উৎসাহ দিতে দেশের অন্যান্য জেলার মতো বান্দরবানে আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্যে দিয়ে জাতীয় স্বেচ্ছায় রক্ত ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের কর্মকর্তাদের অংশগ্রহণে স্থানীয় কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসক শামীম আরা রিনি’র সভাপতিত্বে কালেক্টরেট সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আবু তালেব এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা, প্রাণহানি কমিয়ে আনতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি স্বেচ্ছায় রক্ত দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/কামাল