শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধশতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে আহত হয়েছেন অন্তত কয়েকজন।
রবিবার সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সালাউদ্দিন বেপারী (৪০) ও কামাল বেপারীর (৪৫) নাম পাওয়া গেছে। তারা দুজনই চেরাগ আলী বেপারি কান্দি এলাকার বাসিন্দা এবং হাতবোমার আঘাতে আহত হয়েছেন।
পুলিশ জানায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দি এলাকার ইউপি সদস্য নাসির বেপারী এবং স্থানীয় তাজুল ছৈয়াল ও মুনতা বেপারী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। শনিবার সন্ধ্যায় বিলাসপুরের বুধাইরহাট এলাকায় নাসির ও তাজুলের সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে হাতবোমার বিস্ফোরণ ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি-প্রতিদিন/আশফাক