লক্ষ্মীপুরে রাতের অন্ধকারে একটি সিএনজি চালিত অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুল জালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। কলেজ পড়ুয়া তরুণীকে অন্যত্র বিয়ে দেওয়ায় আশ্রাফ উদ্দিন সুজন ও শাহরিয়ার নাজিম নামে দুই যুবক তার (তরুণী) ভাই মনির হোসেনের অটোরিকশাটি পুড়িয়ে দেয়। অভিযুক্তরা ওই তরুণীকে উত্যক্ত করতো বলে অভিযোগ ভুক্তভোগীদের। এরমধ্যে সুজন তরুণীর আপন খালাতো ভাই।
রবিবার (২ নভেম্বর) বিকেলে ভূক্তভোগী অটোরিকশা চালক মনির হোসেনসহ প্রত্যক্ষদর্শীরা বিষয়টি জানান। মনির বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এরআগে শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অটোরিকশা আগুন দেওয়ার ঘটনা ঘটে। ভুক্তভোগী মনির ওই বাড়ির মৃত নুর নবীর ছেলে।
অভিযুক্ত সুজন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের সুতার বাড়ির দুলাল মিয়ার ছেলে এবং শাহরিয়ার লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আনার বাড়ির মানিক মিয়ার ছেলে।
তরুণীর মা রাহেনা বেগম বলেন, আমার ছোট মেয়ে কলেজে পড়ালেখা করতো। তখন শাহরিয়ার ও আমার বোনের ছেলে সুজন তাকে উত্যোক্ত করতো। বিয়ে করতেও চেয়েছিল, কিন্তু আমার মেয়ে রাজি হয়নি। তারা খারাপ প্রকৃতির। ১৫ দিন আগে আমার মেয়েকে অন্যত্র বিয়ে দিই। এরমধ্যে তারা আমার মেয়ের ক্ষতি করার জন্য ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন পায়তারা করে আসছে। গত ৪ দিন তারা আমার বাড়ির আশপাশে ঘুরছিল।
তরুণীর বোন ওরিন সুলতানা স্মৃতি বলেন, রাতে হঠাৎ কে বা কারা এসে অটোরিকশা দুটি আঘাত করে। ঘর থেকে বের হয়ে দেখি শাহরিয়ার ও সুজন পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। সবাই বের হতে দেখে আগুনসহ পেট্রোলের বোতল আমার গায়ের দিকে ছুঁড়ে পালিয়ে যায়। অনেকক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।
ভূক্তভোগী মনির হোসেন বলেন, শাহরিয়ার ও সুজন আমার বোনকে উত্যক্ত করতো। তাদের হাত থেকে রক্ষা পেতে আমার বোনকে অন্যত্র বিয়ে দিয়েছি। শাহরিয়ার ও সুজনের আগে কোন সম্পর্ক ছিল না। আমার বোনে এখন তারা এক হয়ে আমার সিএনজি অটোরিকশা পেট্রোল ঢেলে পুড়িয়ে দিয়েছে। এটি আমার উপার্জনের একমাত্র মাধ্যম ছিল, এখন আমি নিঃস্ব। আমি এর বিচার চাই।
এ ব্যাপারে বক্তব্য জানতে আশ্রাফ উদ্দিন সুজন ও শাহরিয়ার নাজিমকে একাধিকবার কল করলেও তারা রিসিভ করেননি। এতে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম বলেন, দূর্বৃত্তরা একটি সিএনজি অটোরিকশা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। থানায় ভূক্তভোগীকে লিখিত অভিযোগ দিতে বলেছি। ভূক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম