পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হক ও সহসভাপতি শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে সরকারি মোজহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের পেছনের একটি অন্ধকার গলিতে অবস্থান করছিলেন নাজমুল হক। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে রাত ১০টার দিকে কলাপট্টি খেয়াঘাট এলাকা থেকে সহসভাপতি শাকিলকে আটক করা হয়।
কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান, সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নাজমুল ও শাকিলকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/জামশেদ