দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশপাশের মূল ড্রেনগুলো মাটি ভরাট করে তার ওপর নতুন দোকানঘর নির্মাণ করায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, দুর্গন্ধে নাকাল হচ্ছে রোগী ও স্বজনেরা। পথচারীরা ভোগান্তিতে পড়ে।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সদর ওসমানপুরে এই ফুটপাত ও ড্রেন দখলমুক্ত না হওয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে।
ভুক্তভোগীদের দাবি, দ্রুত অভিযান চালিয়ে হাসপাতাল এলাকার দখলকৃত ড্রেন ও পথঘাট মুক্ত করা, যাতে জনস্বার্থ রক্ষা পায় এবং ভবিষ্যতে এ ধরনের অব্যবস্থাপনা বন্ধ হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোলাইমান মেহেদী হাসান জানান, হাসপাতালের যে ড্রেনটি ছিল, তা মাটি ভরাট করে লোকজন অবৈধভাবে দোকানপাট নির্মাণ করায় দেয়ালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অল্প বৃষ্টিতেই হাসপাতালে ভেতর-বাহিরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য কতৃপক্ষের নিকট আবারও জোর দাবি জানাচ্ছি।
এ ব্যাপারে ঘোড়াঘাট পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, হাসপাতালের ড্রেন দখল করে যারা অবৈধভাবে দোকানপাট করে আছে তাদেরকে দুইবার নোটিশ করা হয়েছে কিন্তু তারা এ বিষয়ে কোন গ্রাহ্য করছে না।
এবিষয়ে ইউএনও স্যারের সঙ্গে কথা হয়েছে আমরা খুব দ্রুতই পদক্ষেপ গ্রহণ করার কথাও জানান তিনি।
বিডি-প্রতিদিন/তানিয়া