মেহেরপুর সদর উপজেলা পরিষদে নবনির্মিত সুইমিংপুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের আয়োজনে এ সুইমিংপুলের উদ্বোধন উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, উপজেলা বিআরডিবি অফিসার রকিবুল ইসলাম ও উপজেলা সমাজসেবা অফিসার আনিসুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “এই সুইমিংপুলের মাধ্যমে শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ সাঁতারের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে, যা ভবিষ্যতে ডুবে যাওয়া দুর্ঘটনা রোধে সহায়ক হবে।”
তিনি সম্প্রতি রাজনগর গ্রামে চার শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং এমন দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
নবনির্মিত এই সুইমিংপুলটি এলাকাবাসীর বিনোদন ও প্রশিক্ষণের পাশাপাশি নিরাপদ সাঁতার শেখারম সুযোগ সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/তানিয়া