গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামে সরকারি খাল দখল করে পোল্ট্রি ফার্ম গড়ে তুলেছেন এক প্রভাবশালী ব্যক্তি। এতে তিন গ্রামের অন্তত ২৫ হাজার মানুষ ভোগান্তিতে পড়েছেন। অভিযোগ করেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।
অভিযোগ রয়েছে, ঘৃতকান্দি গ্রামের অসীম সরকার, স্থানীয় ইউপি সদস্য অসিত সরকারের ভাই, প্রভাব খাটিয়ে রামদিয়া-রাজপাট খালের ওপর বাঁশ ও টিন দিয়ে দুটি বড় পোল্ট্রি সেড নির্মাণ করেছেন। ওই ফার্মের মুরগির বর্জ্য ও মরা মুরগি খালে ফেলার কারণে পানিদূষণ হচ্ছে। ফলে ডায়রিয়া, চর্মরোগ, আমাশয়সহ নানা পানি–বাহিত রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দা সুব্রত বাইন বলেন, খালের পানি দিয়ে আমরা গোসল, রান্না ও গবাদি পশুর কাজ করতাম। এখন ফার্মের ময়লায় পানি ব্যবহার করা যায় না। প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো ব্যবস্থা হয়নি।
রুবেল মোল্লা নামে আরেক বাসিন্দা বলেন, ফার্ম থেকে খালে মরা মুরগি ও ওষুধের মিশ্রণ ফেলা হয়। এতে খালের পানি দূষিত হয়ে পড়েছে।
কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ বলেন, আমি সম্প্রতি যোগদান করেছি। এখনো এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/মাইনুল