লক্ষ্মীপুরে যুব দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এ আয়োজন করে।
এতে অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি ছিলেন এসডিএফ-এর আঞ্চলিক পরিচালক (কুমিল্লা অঞ্চল) মো. শহীদুল ইসলাম ও দায়িত্বরত কর্মকর্তা মো. আহসানুল আলম খন্দকার।
কর্মশালায় জানানো হয়, দেশের ২০টি জেলার ৩৪০টি উপজেলায় দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে এসডিএফ। জেলার রায়পুর, কমলনগর ও রামগতি উপজেলায় হাজারের বেশি বেকার যুবক-যুবতী প্রশিক্ষণ শেষে চাকরি ও উদ্যোক্তা হিসেবে আত্মনির্ভর হয়েছেন।
বিডি-প্রতিদিন/এমই