প্রিপেইড মিটার সংযোগের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে শহরের ডিবি রোড গানাসার্স মার্কেটের সামনে বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, জেলা সাধারণ সম্পাদক আনাউর রহমান আনু মিয়া, হাসান নুর, মাহবুর রহমান সুমন, আব্দুর রহিম, আজাদুল ইসলাম আজাদ, আবুল কালাম, মাহবুবুর রহমান, আব্দুল হালিম, আবু তাহের প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের পকেট কাটা প্রিপেইড মিটার কোনো অবস্থাতেই জেলার কোথাও লাগাতে দেওয়া হবে না। এই সিদ্ধান্ত দ্রুত বাতিল করতে হবে। বক্তারা ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া বন্ধ, পল্লী বিদ্যুৎ ক্রয় সংক্রান্ত দুর্নীতিকারীদের বিচারের দাবি জানান। সেইসাথে দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়া যে সকল কর্মচারী চাকরিচ্যুত হয়েছে তাদের পুণবর্হালের দাবিও জানান বক্তারা।
বিডি প্রতিদিন/এএম