খাগড়াছড়ি জেলা সদরের ভাইবোনছড়া আইডিয়াল স্কুলে সুহৃদ সমাবেশ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চিকিৎসক ডা. সুবল জ্যোতি চাকমা।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাইবোনছড়া মিলেনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা, আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক অনিমেষ চাকমা কান্তি লাল দেওয়ান ও মো. জাহাঙ্গীর আলম।
এসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যা-ই হও না কেন, প্রথমে ভালো মানুষ হতে হবে। মনোযোগ দিতে হবে পড়াশোনায়। মোবাইলের প্রতি আসক্তি কমিয়ে বইয়ের প্রতি ভালোবাসা বাড়াতে হবে,কারণ বই-ই জীবনের প্রকৃত সম্পদ।
পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অতিথিরা।
বিডি প্রতিদিন/কামাল