পটুয়াখালীর কলাপাড়ায় ঘুঘু ও বক পাখি শিকারের পর ফেসবুক লাইভে রান্না করে ভোজন করার দায়ে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ আদেশ প্রদান করেছেন তিনি।
এসময় কলাপাড়া বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোসারেফ হোসেন ও এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা উপস্থিত ছিলেন। বন্যপ্রাণী সংরক্ষণে প্রশাসনের এমন পদক্ষেপের জন্য স্বাধুবাদ জানিয়েছেন সচেতন মহল।
দন্ডপ্রাপ্ত যুবক হলেন মো.বায়েজিদ আমীন (২৭)। তার বাড়ি ওই ইউনিয়নের আমতলী পাড়া এলাকায়। সে এর আগে মঙ্গলবার রাত ২ টার দিকে বন্ধুদের নিয়ে ফেসবুকে লাইভে এসে ২০ টি ঘুঘু ও বক পাখি রান্না করেন। তার এই ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যামে ছড়িয়ে পড়ে। বিষয়টি বন বিভাগ ও প্রশানের নজরে আসে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক সাংবাদিকদের বলেন, খবর পেয়ে অভিযান পরিচালনা করে এক যুবককে অর্থদন্ড প্রদান করা হয়। বন্যপ্রাণী আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের অবিচ্ছেদ্য অংশ। সংরক্ষিত পাখি শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এমন অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম