তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরের সেই যুবদল নেতা আব্দুল মন্নানের ঘর নির্মাণ করে দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করা মন্নানের জীর্ণশীর্ণ বসতঘর ভেঙে পাকা ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার মুসলিমাবাদ গ্রামে পরিবারের কাছে ঘর নির্মাণের টাকা হস্তান্তর করেছেন স্থানীয় বিএনপি নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউসুফ ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান লিটন, জেলা কৃষক দলের সহসভাপতি বদরুল ইসলাম শ্যামলসহ অনেকে।
জানা যায়, ৯ বছর আগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় আন্দোলনের সময় বিএনপির মিছিলে যাওয়ায় আওয়ামী লীগের বর্বর হামলার শিকার হন আব্দুল মান্নান ছুট্টু। সেখানকার আওয়ামী লীগ নেতা ইয়াছিন মিয়াসহ তার লোকজন ৪২ কোপ দেয় ছুট্টুকে। তার বাঁ হাতের একটি আঙুল ও ডান পায়ের রগ কেটে দেওয়া হয়। মাথাসহ শরীরের বিভিন্ন অংশে সেই কোপের চিহ্নই প্রমাণ করে ঘটনার ভয়াবহতা।
ছুট্টু সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের আব্দুর রশিদের ছেলে।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর তারেক রহমানের নজরে আসে। এরপর তার উন্নত চিকিৎসা ও ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দেন তারেক রহমান।
বিডি প্রতিদিন/কেএইচটি