মোংলা উপজেলা ভূমি কমিটির সামুদ্রিক জীববৈচিত্র্য সরক্ষণ, সংশ্লিষ্ট আইন ও বিধিমালা, খাস জমি ও জলমহাল সংক্রান্ত আইন এবং সামাজিক নিরাপত্তা জাল কর্মসূচি বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ'র উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় বুধবার সকালে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ভুমি কমিটির এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ফিশনেট প্রকল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরণ'র বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় অনুষ্ঠিত এ উপজেলা ভূমি কমিটির প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন মোংলা উপজেলা ভূমি কমিটির সভাপতি মোঃ মোক্তার আলী হাওলাদার।
এ সময় প্রশিক্ষণ পরিচালনা করেন উত্তরণ'র ফিশনেট প্রকল্পের এ্যাডভোকেসী অফিসার মোঃ মিজানুর রহমান। উপজেলা ভূমি কমিটির ১৮ জন সদস্য এ প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে সার্বিক সহায়তা করেন উত্তরণ'র ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ মোখলেছুর রহমান।
বিডি প্রতিদিন/এএম