গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) শিক্ষার্থীদের সুবিধার্থে আধুনিক ডিজিটাল ভেন্ডিং মেশিন স্থাপন করেছে প্রশাসন। বুধবার (১২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
এসময় উপাচার্য বলেন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় এখন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে দেশের শীর্ষস্থানে এবং আন্তর্জাতিক পর্যায়ে গৌরবময় অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই আমাদের পরবর্তী লক্ষ্য। এই ভেন্ডিং মেশিন তারই অংশ, একটি যুগান্তকারী পদক্ষেপ, যা আমাদের স্মার্ট ক্যাম্পাস গঠনের যাত্রাকে আরও এগিয়ে নেবে।
তিনি আরও বলেন, আগামী ১২-১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন ৮টি দেশের শিক্ষাবিদ ও গবেষক অংশ নেবেন। অন্যদিকে শিগগিরই বিশ্বের ৫টি দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীরা পিএইচডি করতে আসবেন। এটি আমাদের গুণগত শিক্ষা, গবেষণা ও সুন্দর ক্যাম্পাস সংস্কৃতির স্বীকৃতি।
ভবিষ্যতে প্রতিটি হলে শিক্ষার্থীদের জন্য ভেন্ডিং মেশিন, ওয়াশিং মেশিন, ডে-কেয়ার সেন্টার এবং মেয়েদের জন্য বিউটি পার্লার স্থাপন করা হবে বলেও জানান উপাচার্য।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানের সঞ্চালনায় উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ উপস্থিত ছিলেন। এদিকে প্রশাসনের এমন উদ্যোগে খুশি শিক্ষার্থীরাও।
বিডি প্রতিদিন/কামাল