নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করতে চাই। আর আমি বগুড়া-২ আসন থেকেই নির্বাচন করার দাবি করব বিএনপির কাছে। ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মধ্যে দিয়ে ভালো দেশ গড়া হবে। জোটবদ্ধ নির্বাচন করলেও আমার দলের যে মার্কা আছে সেই মার্কা নিয়েই নির্বাচন করবো। তবে জোটবদ্ধভাবে নির্বাচন করতে আরও ১০টা দল যদি মনে করে মার্কা বদলাতে হবে, বদলাবো।’
বুধবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় পথসভায় তিনি এ সব কথা বলেন।
ঢাকসুর সাবেক এ নেতা বলেন, ‘বিএনপি নেতা তারেক রহমান বলেছেন, আপনি ভালো মানুষ, আমরা আপনাকে আমাদের জোটে রাখতে চাই। তার কথায় আমি আশ্বস্ত হয়েছি। আমরা একটি ভালো দেশ গড়তে চাই। শুধু বিএনপি নয় যে ভালো কাজ করবে আমরা তার সঙ্গেই বন্ধুত্ব করবো। যারা সত্যিকারে মানুষের কল্যাণ করবে আমরা তাদের সঙ্গে আছি। আওয়ামী লীগ ভালো কাজ করেনি বিধায় আমি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি। আগামীতে নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে দেশ বদলাতে হবে। যেভাবে দেশ চলছে সেভাবে দেশ চলতে পারে না। মানুষ ভালো জীবন পাচ্ছে না। মানুষের ভালো জীবন যাপনের ব্যবস্থা করতে হবে।’
কিচক ইউনিয়ন নাগরিক ঐক্যর সভাপতি জাহিদুর রহমান খোকার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার ও ডা. রাশেদুল ইসলাম রাজা।
বিডি প্রতিদিন/আরাফাত