ঝিনাইদহের মহেশপুর মাটিলা সীমান্তে কোদালিয়া নদীতে অজ্ঞাত লাশ ভাসতে দেখা গেছে। বুধবার লাশটি দেখার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাটিলা মসজিদের সোজা দিকের ভারত সীমান্ত সংলগ্ন নদীতে লাশটি ভাসতে দেখা গেছে। খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি বিজিবি ও প্রশাসনকে অবহিত করে। পরে মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
এলাকাবাসীর ধারণা, লাশটি সীমান্তের ভারতীয় অংশ থেকে ভেসে আসতে পারে। তবে এখনও মৃত ব্যক্তির পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নজরুল ইসলাম জানান, এটা ভারত সীমান্তে মধ্যে পড়েছে। সে কারণে ভারতীয় পুলিশ লাশটি উদ্ধার করছে।
এ ব্যাপারে মহেশপুর ৫৮ বিজিবির লে. কর্নেল রফিকুল ইসলাম জানান, লাশটি ভারতীয় অংশে উদ্ধার হওয়ায় ভারতীয় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। আমরা ভারতীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি।
বিডি প্রতিদিন/এএম