আসন্ন কর্মসূচিতে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ও যেকোন ধরনের নাশকতা প্রতিহত করতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ত্যাগী, নির্যাতিত ও কর্মীবান্ধব নেতা আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ মাঠে অবস্থান নিয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়ে আওয়ামী লীগের যে কোনো উস্কানি বা লকডাউনের নামে জনগণের চলাচলে বাধা প্রতিরোধে প্রস্তুতি নিয়েছেন। বুধবার সন্ধায় সোনারগাঁয়ে ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন স্পটে নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বিশেষ করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়েতে নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা গেছে।
নেতাকর্মীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সোনারগাঁয়ের প্রতিটি নেতা-কর্মী মাঠে থাকবে এবং আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে শান্তিপূর্ণ আন্দোলন ব্যাহত করার যে কোনো অপচেষ্টা দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।
সোনারগাঁ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সাদিকুর রহমান সেন্টু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন ১৩ নভেম্বর ফ্যাসিস্ট আওয়ামীলীগ দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে লকডাউন ঘোষনা করেছে। জনগণের দুর্ভোগ লাঘবে আমরা সোনারগাঁয়ের বিএনপি নেতৃবৃন্দ আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। আওয়ামী লীগের যেকোন অশুভ পরিকল্পনাকে ভেস্তে দিতে প্রয়োজনে রাজপথে লড়াই করবো ইনশাআল্লাহ।
এ বিষয়ে আজহারুল ইসলাম মান্নান বলেন, “জনগণের অধিকার আদায়ের আন্দোলন কোনো দলীয় লকডাউনে থেমে থাকবে না। বিএনপি জনগণের পক্ষে, তাই আমরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত। সোনারগাঁয়ে আওয়ামী লীগের দোসররা কোন লকডাউন ও নাশকতা করার চেষ্টা করলে শক্তহাতে প্রতিহত করা হবে। তিনি বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের প্রতিটি এলাকায় আমাদের প্রিয় দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে, বুধবার (১২ নভেম্বর) বিকেল থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাত পর্যন্ত আমাদের অবস্থান থাকবে, আওয়ামী লীগ ঠেকাতে প্রয়োজনে এ অবস্থান কর্মসূচি চলমান রাখবো।
বিডি প্রতিদিন/এএম