শিক্ষার মানোন্নয়ন, তরুণ প্রজন্মের মেধা ও নেতৃত্ব বিকাশে অনুপ্রেরণা সৃষ্টিতে বগুড়ার ধুনটে এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে ধুনট সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আসিফ সিরাজ রব্বানীর সামাজিক উদ্যোগ সমৃদ্ধ শেরপুর-ধুনট এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
ধুনট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম সোলাইমান হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক এমপি গোলাম মো. সিরাজ।
এসময় বক্তব্য রাখেন সামাজিক উদ্যোগ সমৃদ্ধ শেরপুর-ধুনট এর পৃষ্ঠপোষক ও জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী। আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা গোলাম মাহবুব প্যারিস, জালশুকা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল কাদের তালুকদার।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মো. সাকিল আহম্মেদ ও মোছা. মিম খাতুন। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাবিদ, সাংবাদিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে গোলাম মো. সিরাজ বলেন, বাবা হিসাবে আমি গর্বিত। আমার সন্তান আসিফ সিরাজ রব্বানী মানবিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছে। শেরপুর ধুনটের বিভিন্ন স্তরে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে আগামীতে ছাত্র সমাজকে সাথে নিয়ে দুর্বার সামাজিক আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তিনি। ছাত্রছাত্রীদেরকে তিনি ভাল মানুষ হয়ে গড়ে উঠার পরামর্শ দেন।
শিক্ষা অনুপ্রেরণামূলক সংক্ষিপ্ত বক্তব্যে সমৃদ্ধ শেরপুর-ধুনট সামাজিক প্রচেষ্টার মুল উদ্যোক্তা আসিফ সিরাজ রব্বানী বলেন, তোমরা স্বপ্ন দেখার সাহস দেখাও। তাহলে তোমরা জিতবে। আর তোমরা জিতলে, শেরপুর ধুনট জিতবে। শেরপুর ধুনটের কোন কৃতি ছাত্রছাত্রী টাকার অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হবে না। তাদের উচ্চশিক্ষা চালিয়ে নেবার দায়িত্ব আমার। এসম তিনি শিক্ষার্থীদেরকে 'ফিউচার লিডার' হিসাবে সম্বোধন করেন।
অনুষ্ঠানে ২৮জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট, ল্যাপটপ ব্যাগ, ব্র্যান্ডেড মগ ও নোটবুক তুলে দেয়া হয়।
সম্মাননা পাওয়া কৃতি শিক্ষার্থীরা বলেন, এই প্রথমবারের মত শেরপুর-ধুনটের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিলেন আসিফ সিরাজ রব্বানী। এই সম্মাননা আগামী দিনে আমাদের আরো এগিয়ে নিয়ে যাবে।
উল্লেখ্য, শেরপুর ও ধুনটের এইচএসসি, আলিম ও কারিগরি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩৬৮জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে-আসিফ সিরাজ রব্বানী’র সামাজিক উদ্যোগ সমৃদ্ধ শেরপুর-ধুনট। পর্যায়ক্রমে এটি অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/নাজিম