কুমিল্লার চান্দিনা উপজেলায় স্বাস্থ্যখাতে বিভিন্ন অনিয়মের কারণে চারটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ।
সাময়িকভাবে বন্ধের নির্দেশ পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— ইবনে সিনা হাসপাতাল, নিউ চান্দিনা মেডিকেল সেন্টার (ইনসাফ কমিউনিটি হাসপাতাল), একটি বেনামী বেসরকারি হাসপাতাল, এবং দোয়া ডায়াগনস্টিক সেন্টার।
অভিযান পরিচালনা করেন কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর। শুক্রবার তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বেশ কিছু প্রতিষ্ঠানে নেই বৈধ লাইসেন্স, বাংলা ভাষায় মূল্য তালিকা, ল্যাবে প্যাথলজিক্যাল ফ্রিজ ও কালার কোড বিন, নেই এক্স-রে কক্ষে টেকনিশিয়ান, ডেঙ্গু রোগী শনাক্ত হলেও স্বাস্থ্য বিভাগে না জানানো, মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, কোথাও ডাক্তার, টেকনিশিয়ান ও ক্লিনার পর্যন্ত না থাকায় এসব হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর বলেন, “বিভিন্ন অনিয়মের কারণে চারটি প্রতিষ্ঠানের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সাত দিনের মধ্যে ত্রুটিগুলো সংশোধন করে সিভিল সার্জন অফিসে রিপোর্ট দিতে বলা হয়েছে।”
তিনি জানান, স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে জেলা জুড়ে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে নিয়মিত অভিযান চলবে।
বিডি-প্রতিদিন/সুজন