নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুটওভার ব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার মাদানী নগর মাদ্রাসার সামনে ফুটওভার ব্রিজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মো. রিয়াজ হোসেন (৩১) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রিয়াজ হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর বেহাকৈর এলাকার মো. জাকির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার ফুটওভার ব্রিজে টানানো বিএনপির ব্যানারে ও ফুটওভার ব্রিজে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় একজন সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা।
সিদ্ধিরগঞ্জ থানা ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেফতারকৃত রিয়াজ হোসেন এক হাজার টাকার বিনিময়ে এ কাজ করেছে বলে পুলিশের নিকট স্বীকার করেছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে তদন্ত চলছে।
বিডি-প্রতিদিন/তানিয়া