বরগুনার আমতলীর ফেরিঘাট এলাকায় সড়কের পাশে অপেক্ষমাণ বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। আগুনে বাসটির ব্যাপক ক্ষতি হয়।
স্থানীয়রা জানায়, মধ্যরাতের কাছাকাছি সময়ে হঠাৎ করে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বর্ণা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন পুরো বাসে দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত আমতলী ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেয়।
আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
বাসের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ অংশ পুড়ে গেছে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/তানিয়া