ঢাকা–ভাঙ্গা মহাসড়কে সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক নিরাপত্তা বিষয়ে দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করেছে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন ও সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি— কমবে জীবন ও সম্পদের ক্ষতি’— এ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ কার্যক্রম শুরু হয়।
কর্মসূচির উদ্বোধন করেন সওজের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান। এসময় উপস্থিত ছিলেন ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ. কে. এম আজাদ রহমান, নারায়ণগঞ্জ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. নাজমুল হক, মুন্সীগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন, কেরানীগঞ্জ সড়ক উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ হারুন অর রশিদ এবং প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন।
দিনব্যাপী কর্মসূচিতে মহাসড়কে চলাচলকারী চালক ও যাত্রীদের হাতে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ট্রাফিক আইন মেনে চলা, সিটবেল্ট ব্যবহার, মোটরসাইকেল চালকদের মানসম্মত হেলমেট পরিধান, যানবাহনের গতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে সরাসরি দিকনির্দেশনা দেওয়া হয়। স্বেচ্ছাসেবী ও কর্মকর্তারা যাত্রীদের সঙ্গে কথা বলে দুর্ঘটনা এড়ানোর উপায়ও তুলে ধরেন।
কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশনের প্রতিনিধি দলও পুরো কার্যক্রমে সক্রিয় ছিল। আয়োজকদের মতে, সচেতনতা বাড়লে মহাসড়কে দুর্ঘটনার হার উল্লেখযোগ্যভাবে কমবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন প্রচারণা চালানোর পরিকল্পনার কথাও জানিয়েছে সওজ।
বিডি-প্রতিদিন/মাইনুল