মেহেরপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম রাজাপুর গ্রামের আফতাব আলীর ছেলে ও রাকিবুল ইসলাম জুমাত আলীর ছেলে। অপর অভিযুক্ত নজরুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম এখনও পলাতক।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে মেহেরপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী তার প্রেমিকের মোটরসাইকেলে ঘুরতে বের হন। সন্ধ্যার দিকে রাজাপুর গ্রামের মাঠের নির্জন সড়কে পৌঁছালে তিন যুবক তাদের পথরোধ করে। অস্ত্র ঠেকিয়ে তারা প্রেমিক-প্রেমিকাকে ইউপি সদস্য চঞ্চলের ভাটার পেছনের আমবাগানে নিয়ে যায়।
সেখানে তিন যুবক ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়। পরে প্রেমিক প্রেমিকাকে রেখে টাকা আনতে শহরে গেলে তিন যুবক ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। প্রেমিক ফিরে এসে তাকে কান্নাকাটি করতে দেখে বিষয়টি স্থানীয়দের জানালে গ্রামবাসী গিয়ে তাদের উদ্ধার করে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করেন। এরপর দুই জনকে গ্রেফতার করে পুলিশ।
সদর থানার ওসি (অপারেশন) জাহাঙ্গীর সেলিম জানান, মামলার পর দুজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক মিনারুলকে ধরতে পুলিশি অভিযান চলছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত দুজনকে আদালতে পাঠানো হবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/তানিয়া