বিচারকের ফ্ল্যাটে ঢুকে তার ছেলেকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার হওয়া লিমন মিয়াকে একমাত্র আসামি করে শুক্রবার নগরীর রাজপাড়া থানায় মামলাটি করেন নিহত ছাত্রের বাবা ও রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমান।
বিকেলে বাংলাদেশ প্রতিদিনকে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর ডাবতলা এলাকার ভাড়া বাসায় নবম শ্রেণির শিক্ষার্থী তাওসিফ রহমান সুমন (১৬) খুন হয়। হামলাকারী লিমন মিয়া (৩৫) বিচারক পরিবারের পরিচিতজন। একই সময় হামলায় আহত তাওসিফের মা তাসমিন নাহার লুসী (৪৪) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ধস্তাধস্তির সময় লিমন নিজেও আহত হন এবং বর্তমানে তিনি পুলিশের হেফাজতে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, নিহত তাওসিফের মরদেহ গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চকপাড়া গ্রামে নেয়া হচ্ছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রামেক হাসপাতাল থেকে মরদেহ নিয়ে রওনা হন স্বজনরা।
বিডি-প্রতিদিন/মাইনুল